The lives of a group of Bollywood wives come under the spotlight in a new Netflix series
বলিউড[Bollywood] এর নায়ক নায়িকার জীবনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কম নয়। কিন্তু বলিউড এর নায়কদের স্ত্রীদের কথা কখনো ভেবেছেন? তাঁদের জীবনযাত্রা কি আর পাঁচজন সাধারণ মানুষের মতনই?
এবার বলিউড তারকাদের স্ত্রী’দের গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ট্রেলারেই সাড়া ফেলে দিয়েছে সিরিজটি।
নেটফ্লিক্সের এই সিরিজে দেখা গেছে মাহিপ কাপুর, সীমা খান, ভাবনা পান্ডে এবং নীলম কোঠারিকে। আগামী ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের'[Fabulous Lives of Bollywood Wives] নামের সিরিজটি।
ট্রেলারে নজর কেড়েছেন অনিল কাপুরের ভাই সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর ও সোহেল খানের স্ত্রী সীমা খানে। সবকিছু মিলিয়ে ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের [Fabulous Lives of Bollywood Wives] ট্রেলার প্রকাশ্যে আসতেই আগ্রহ জন্ম নিয়েছে সবার মনেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊