Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাইফোঁটার বাজারে নজর কাড়ছে লাল-হলুদ ক্যাপসিকাম

ভাইফোঁটার বাজারে নজর কাড়ছে  লাল-হলুদ ক্যাপসিকাম 



এই বার প্রথম ভাইফোঁটার বাজারে আসল  লাল,হলুদ,ক‍্যাপসিক‍্যাম।জলপাইগুড়ির  রকমারী রংয়ের ক‍্যাপসিক‍্যাম আসায় উৎসাহি ক্রেতা সেটাই কিনতে ব্যাস্ত।

দাম একটু বেশি হলেও অফ সিজিনের এই ফল দেখেই অনেক মানুষ হচ্ছে অবাক।কেজি প্রতি 300টাকা দরে সেই সবজির ফল  কিনছেন ভাইফোটার বাজারে আসা ক্রেতারা।


জলপাইগুড়ির বাজারে সবজির দোকানগুলোতে দেখা না গেলেও উকিল পারার এক সবজির দোকানে দেখা গেলো এই রং বে রংগের ক‍্যাপসিক‍্যাম।

এছাড়াও পাওয়া যাচ্ছে আম, কাঁঠাল সহ বেবিকন। ভীর জমেছে সেই সব জিনিস গুলো কিনতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code