Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংবাদ একলব‍্যের খবরের জেরে সাহায্যের হাত পেলেন বহরদ্বীপ



সংবাদ একলব‍্যের খবরের জেরে সাহায্যের হাত পেলেন বহরদ্বীপ



সংবাদ একলব‍্যের খবরের জেরে দার্জিলিং জেলা ছেড়ে জলপাইগুড়ি জেলায় ছুটে এলেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মি চঞ্চল মন্ডল । গত সাতই নভেম্বর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সাপ্টিবাড়ী-২ নং গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ী এলাকার শারীরিক প্রতিবন্ধী বহরদ্বীপ বর্মনকে নিয়ে সংবাদ একলব‍্যে একটি খবর প্রকাশিত হয় । এবং তা দেখেই দার্জিলিং জেলা ছেড়ে জলপাইগুড়ি জেলার বহরদ্বীপের বাড়িতে পৌঁছে গেলেন চঞ্চল বাবু । 



বহরদ্বীপকে দেখার পাশাপাশি তার হাতে তুলে দিলেন কিছু অর্থ । বহরদ্বীপ এবং তার মায়ের জন্য দুটি কম্বল দেওয়ার পাশাপাশি ওই এলাকার মোট আটটি অসহায় গরীব দুস্থ পরিবারের হাতে শীত বস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন তিনি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code