মানসিক স্বাস্থ্য সম্বন্ধে নাগরিকদের সচেতন করতে নীরজা বিড়লার এম্পাওয়ার আর অমিতাভ বচ্চনের যৌথ প্রচেষ্টায় চালু হল দেশজুড়ে ক্যাম্পেন #SunoDekhoKaho


মানসিক স্বাস্থ্য সচেতনতায় দেশজুড়ে ক্যাম্পেন আরম্ভ করল নীরজা বিড়লার এম্পাওয়ার ও অমিতাভ বচ্চন 


প্রকাশ হল শ্রীমতি বিড়লা ও শ্রী বচ্চনের কথোপকথনের ভিডিও, যেখানে ওঁরা ভারতে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 




দেশে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্য করে এম্পাওয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন শ্রীমতি নীরজা বিড়লা আর বলিউড আইকন শ্রী অমিতাভ বচ্চন এই সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলতে একত্র হয়েছেন। এম্পাওয়ারের ইউটিউব, ফেসবুক এবং ইন্সটাগ্রাম পেজে আজ প্রকাশিত হয়েছে তাঁদের সেই কথাবার্তার ভিডিও। সেই খোলামেলা আলোচনায় নিজ নিজ ক্ষেত্রের এই দুই নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নির্মম বাস্তবের ছবি তুলে ধরেছেন। বহু মানুষকে মানসিক স্বাস্থ্যের কারণে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এবং তেমন মানুষদের সাথে সমাজ কিভাবে সহানুভূতিপূর্ণ ব্যবহার করতে পারে --- সেসব নিয়ে দুজনে আলোচনা করেছেন। দর্শকদের কার্যকরী মতামত দেওয়ার সুবিধার্থে এই আলোচনায় অকারণ ভয়ের সাথে উদ্বেগের তফাত নিয়ে বিস্তারিতভাবে কথা বলা হয়েছে। উদ্বেগের কারণে রুটিন কাজকর্মও করে উঠতে পারছেন না --- এরকম অবস্থায় পৌঁছানোর আগেই কী করে ব্যাপারটাকে সামলানো যায় তা আলোচনা করা হয়েছে।



#SunoDekhoKaho র পিছনের ভাবনাটাও খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। ‘Suno’ --- এমন কেউ, যে মন দিয়ে তার কথা শুনতে পারে, যার কাউকে নিজের কথা শোনানো খুব জরুরী। ‘Dekho’ --- চোখ কান খোলা রেখে মানসিক অসুস্থতার লক্ষণ এবং কষ্ট পাচ্ছেন এমন ব্যক্তিদের খেয়াল করুন। আর ‘Kaho’ --- কাউকে সাহায্য করুন এবং মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সকলকে বলুন, সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করুন। স্কুলের শিশু থেকে কর্পোরেট কর্মী, শিল্পী থেকে রাজনীতিবিদ --- কে যে ভিতরে ভিতরে কোন সমস্যায় ভুগছেন তা বুঝতে পারা সহজ নয়। শ্রীমতি বিড়লা আর শ্রী বচ্চনের কথাবার্তায়, মানসিক সমস্যার কথা ‘প্রকাশ’ করলে যে কলঙ্কের শিকার হতে হয় তা নিয়েও কথা বলা হয়েছে। তাঁরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি সচেতনতা সৃষ্টি করার উপর জোর দিয়েছেন। বিশেষ করে যাঁরা শারীরিক নির্যাতন এবং নেশার শিকার, তাঁদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার, কারণ দুটোই মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়।



আলোচনা এগোবার সঙ্গে সঙ্গে তাঁরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো দূর করার চেষ্টাও করেছেন। এই ধারণাগুলোর মধ্যে সবচেয়ে জরুরী ধারণাটা হল, মানসিক অসুখের চিকিৎসা ব্যয়বহুল। এই ধারণার ফলে বহু মানুষ প্রয়োজনীয় সাহায্য নিতে চান না। শ্রীমতি বিড়লা জানান কিভাবে এম্পাওয়ার সমাজের বিস্তীর্ণ অংশের মানুষের কাউন্সেলিং করেছে, যাতে কেউ সম্মানজনক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত না হন।



শ্রী অমিতাভ বচ্চনের সাথে যুক্ত হওয়ার বিষয়ে শ্রীমতি নীরজা বিড়লা, প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন, এম্পাওয়ার, বললেন, “শ্রী বচ্চন অনেকদিন ধরেই স্বাস্থ্যের নানারকম সমস্যা সম্বন্ধে সচেতনতা তৈরি করার কাজে যুক্ত আছেন। সেগুলো এমন সব সমস্যা যেগুলোর সাথে আমরা ভারতীয়রা লড়াই করি। সেইজন্য আমরা তাঁকে জিজ্ঞেস করেছিলাম তিনি মানসিক স্বাস্থ্যের মত একটা ঢাকঢাক গুড়গুড় করার বিষয়ে প্রকাশ্য আলোচনা বাড়াতে সাহায্য করবেন কিনা। তিনি সানন্দে এই বিষয়ে সাহায্য করতে রাজি হয়ে যান। আমরা শ্রী বচ্চনের সাথে যৌথভাবে এই ক্যাম্পেন করতে পেরে আনন্দিত। এ এমন এক ক্যাম্পেন, যা মানসিকভাবে ভাল থাকার গুরুত্ব বুঝিয়ে দেয়। আমাদের সৌভাগ্য যে তাঁর মত একজন কিংবদন্তী আমাদের সমাজের গভীরে প্রোথিত এরকম একটা সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলেছেন। এত শক্তিশালী একটা স্বর মানসিক স্বাস্থ্যের সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করতে আমাদের সাহায্য করবে। এই মুহূর্তে সেটা দরকার। এক প্রচণ্ড প্রতিযোগিতার যুগে আমরা বাস করছি। এই সময় মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা, সমস্যাগুলোর দিকে আলো ফেলা ভীষণ গুরুত্বপূর্ণ। #SunoDekhoKaho র মাধ্যমে আমরা নাগরিকদের শিক্ষিত করতে চাই এবং ভারতের মানসিক স্বাস্থ্য পরিষেবার সহজলভ্যতা সম্বন্ধে সচেতন করতে চাই। আমরা সত্যিই আশা করছি যে শ্রী বচ্চন যেহেতু এই কথাগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, সেহেতু মানসিক স্বাস্থ্যের সঙ্গে যে কলঙ্ক জড়িয়ে আছে, ক্রমশ তা দূর করতে পারব।”



এক মাসব্যাপী #SunoDekhoKaho ক্যাম্পেন মানুষকে শুনতে, সজাগ হতে এবং মুখ খুলে সাহায্য চাইতে উৎসাহিত করতে চায়। যাদের সাহায্য দরকার তাদের সকলকে এম্পাওয়ার সাহায্য করবে এবং মানসিক স্বাস্থ্যের সমস্যার সাথে যুঝবার শক্তি দেবে।