সম কাজে সম বেতনের দাবিতে নবান্ন অভিযান সার্থক করতে শিক্ষক ঐক‍্য মুক্ত মঞ্চের সভা ময়নাগুড়িতে




নবান্ন অভিযান সার্থক করতে বুধবার বেলা ১২ টা নাগাদ ময়নাগুড়ি থানার জল্পেশের অথিতি ভবনে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয় ।


এদিনের এই সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ‍্য কমিটির সম্পাদক মোইদুল ইসলাম, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের উত্তরবঙ্গ আহবায়ক সৌমদিপ দে, জলপাইগুড়ি জেলার সম্পাদক নূর স‍‍্যালাউদ্দিন, মহম্মদ জরিফুল ইসলাম প্রমুখ।


আগামী ১১ ই জানুয়ারি রাজ‍্য কমিটির ডাকে সম কাজে সম বেতনের দাবিতে নবান্ন অভিযান করবেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। সেই অভিযানকে সার্থক করতে বিভিন্ন জেলার পাশাপাশি এদিন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে শতাধিক এসএসকে, এমএসকে, মাদ্রাসা, ভোকেশনাল প‍্যারা টিচার সহ প্রায় দশটিরও বেশি শাখা সংগঠন এদিনের সভায় উপস্থিত ছিলেন ।