বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের সিদ্ধান্তকে সিলমোহর সিপিএম কেন্দ্রীয় কমিটির
সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে সমস্ত রকম প্রস্তুতি সাড়তে তৈরি হয়েছে প্রতিটি দলই। বিজেপি ও তৃণমূল একক ভাবে লড়লেও কংগ্রেস, বাম্ফ্রন্ট অন্যান্য দলগুলি জোটের পথেই হাঁটছে। তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে সিপিএম ও বামফ্রন্ট, কংগ্রেসের সঙ্গে সমঝোতায় লড়াই হবে পশ্চিমবঙ্গে।
তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়ে বাংলা থেকে সিপিএম কেন্দ্রীয় কমিটির কাছে খসড়া পাঠানো হয়েছে সেই খসড়াকে মান্যতা দিল কেন্দ্রীয় কমিটি। জানানো হয়েছে, অসমে বেড়েছে ধর্মীয় মেরুকরণ। বিনষ্ট হয়েছে সম্প্রীতি। সাধারণ মানুষ দুর্ভোগে। সে রাজ্যে কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করবে সিপিএম। সিপিএম ও বামফ্রন্ট, কংগ্রেসের সঙ্গে সমঝোতায় লড়াই হবে পশ্চিমবঙ্গে।
২০১৯ সালে লোকসভা ভোটে কংগ্রেসের সাথে জোট হয়নি যার ফলাফল হয়েছিল ভয়াবহ। খাতা খুলতে পারেনি সিপিএম, অন্যদিকে ১৮ আসনে পকেটে পুড়েছে বিজেপি। সম্ভবত বাস্তব পরিস্থিতি অনুধাবন করে সম্বিৎ ফিরল কেন্দ্রীয় কমিটির। অবশেষে এবার জোটের পক্ষে সায় দিল কেন্দ্রীয় কমিটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊