যাত্রীদের বিক্ষোভ, রনক্ষেত্রের পর কি অবশেষে চলবে ট্রেনের চাকা? পদক্ষেপ রাজ্যের
করোনা সংক্রমণের জেরে সারা দেশে জারি লক ডাউনের পর এখন পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন। ইতিমধ্যে আনলকে বহু ক্ষেত্রে ছাড় পেলেও ছাড় মেলেনি লোকাল ট্রেন চলাচলে। এদিকে, আনলক ৬ -এ লোকাল ট্রেনে ছাড় পাওয়ার আশা থাকলেও কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তি সেই আশায় জল ঢেলে দিয়েছে। বাড়ানো হয়েছে আনলক ৫ -এর গাইডলাইনের মেয়াদ। আনলক ৬ হলেও আনলক ৫ এর গাইডলাইনই বহাল রয়েছে।
এদিকে কিছুদিন ধরেই বেশ কিছু রেল স্টেশনে স্পেশাল ট্রেনে যাত্রীদের যাতায়ত করতে চেয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ঘটেছে বিক্ষোভের ঘটনাও। যাত্রীদের বিক্ষোভ ঘিরে রনক্ষেত্রে পরিণত হয় হাওড়া স্টেশন চত্বরও। স্টেশন চত্বরের এরুপ পরিস্থিতি ঘিরে উদ্বিগ্ন রাজ্য সরকার। অবশেষে পদক্ষেপ নিতে রেলকে চিঠি পাঠালো রাজ্য। রাজ্যের স্বরাষ্ট্র সচিবের তরফে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে রেল চালানোর বিষয়ে আলোচনা করতে চিঠি দেওয়া হয়েছে।
এদিন স্বরাষ্ট্র বিভাগের তরফে ট্যুইটে করে চিঠির প্রতিলিপি প্রকাশ করা হয়। পাশাপাশি, স্বরাষ্ট্র বিভাগের তরফে জানানো হয়েছে, রেল স্টেশনগুলিতে যাত্রীদের ছত্রভঙ্গ করতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্য উদ্বিগ্ন। সকাল ও বিকেলে সাধারণ যাত্রীদের জন্য কয়েক জোড়া ট্রেন চালানোর জন্য আলোচনা চেয়ে রেলকে চিঠি দেওয়া হয়েছে।
GOWB is concerned to see the use of unquiet means to disperse passengers in need at railway platforms and has written a letter to railway authorities for discussions towards plying of a few pairs of trains....(1/2)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 31, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊