ইন্দিরাগান্ধীর প্রয়াণ দিবসে কেন্দ্র ও রাজ‍্য সরকারের সার্বিক ব‍্যর্থতার প্রতিবাদে বাইক মিছিল কংগ্রেসের 


ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধীর প্রয়াণ দিবসে কেন্দ্র ও রাজ‍্য সরকারের সার্বিক ব‍্যর্থতার প্রতিবাদে শনিবার সারাদিন ব‍্যাপী এক প্রতিবাদী বাইক মিছিল অনুষ্ঠিত হয় বীরভূম জেলাজুড়ে। কৃষক, শ্রমিক ও জনসাধারনের স্বার্থরক্ষা ও পুলিশ লকাপে মৃত‍্যু শুভ মোহনের মামলার সিবিআই তদন্তের দাবিও তোলা হয় এদিনের মিছিলে। এদিন সকালে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে বাইক মিছিলের সূচনা করেন জেলা সভাপতি বিধায়ক মিল্টন রসিদ।


শনিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত সারাদিন ব্যাপি বীরভূম জেলার নলহাটি থেকে রামপুরহাট মল্লারপুর মহঃ বাজার সিউড়ি সাঁইথিয়া কোটাসুর- ময়ূরেশ্বর- হাজিপুর- বীরচন্দ্রপুর- তারাপীঠ হয়ে রামপুরহাট পর্যন্ত এই মিছিল পরিক্রমা করে। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি বিধায়ক মিলটন রসিদ-র নেতৃত্বে এবং জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা,মৃনালকান্তি বোস,অসীম মুখার্জি,চঞ্চল চ্যাটার্জীর সহযোগিতায় এদিনের এই মিছিল সম্পন্ন হয়। 



কৃষক,শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে ও মল্লারপুরে পুলিশ লকাপে শুভ মেহেনার (১৪) অস্বাভাবিক মৃত্যুর CBI তদন্তের দাবী তোলা হয় এদিনের মিছিলে। পঃবঃ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নির্দেশে বীরভূম কংগ্রেস এই আন্দোলনে রাজপথে নামেন।