Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো জানাল হাইকোর্ট

 


দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো জানাল হাইকোর্ট 


দুর্গাপুজোর মতো করেই করোনা বিধি নিষেধ মেনে কালীপূজো হওয়ার কথা জানাল কলকাতা হাইকোর্ট। চলছে উৎসবের মরশুম। কয়েকদিন আগেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব করোনার জেরে নানান বিধি নিষেধ মেনে পালিত হয়েছে। এরপর, কালীপুজোও সেই মতো করেই করার কথা জানাল হাইকোর্ট। 



কালীপূজো, কার্ত্তিকপুজো, ছটপুজো, জগদ্ধাত্রীপুজো ও বড়দিনেও করোনা বিধি নিষেধ কড়াকড়ি ভাবে পালন করে পুজো হোক বলে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই কথা জানায়। 



পাশাপাশি, বেঞ্চ এদিন দুর্গাপুজোয় রাজ্য সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বিচারপতি বলেন, ‘পুজো-নির্দেশ বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অনুকরণীয়। অসাধারণ কাজ করেছে রাজ্য। ‘কোথাও কোথাও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে সার্বিকভাবে রাজ্য ভাল কাজ করেছে।সরকারের ইতিবাচক পদক্ষেপের জন্যই দুর্গাপুজোয় রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে পারেনি বলেও মন্তব্য করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 




বাজি পোড়ানোর ফলে করোনা রোগীদের ক্ষতি হতে পারে বলে জানিয়ে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের উদ্দেশে কালীপুজোয় বাজি না ফাটানোর আবেদন জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বাজি নিয়ে রাজ্যবাসীর প্রতি সরকার যে আবেদন করেছে, তা সকলের মানা উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code