প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএল- এ অনন্য রেকর্ড দুরন্ত ফর্মে থাকা ওয়ার্নারের
প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএল- এ অনন্য রেকর্ড গড়লেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর খেলার দক্ষতায় যে এতটুকু ছাপ পড়েনি তা স্পষ্ট করে দিলেন তিনি। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮৫ রানে অপরাজিত থেকে পরপর ছটি আইপিএলে ৫০০-র বেশি রান করার রেকর্ড গড়লেন তিনি।
পরিসংখ্যান-
- চলতি আইপিএল অর্থাৎ, দুবাইয়ে আয়োজিত আইপিএল ২০২০ -এর আসরে এপর্যন্ত ১৪ ম্যাচে এই বাঁ হাতি ব্যাটসম্যান ৫২৯ রান করে ফেলেছেন।
- ২০১৯-র আইপিএলে ১২ ম্যাচে ৬৯২ রান করেছিলেন। গড় ছিল ৬৯।
- স্যান্ডপেপার গেটওয়ে বিতর্কে জড়িয়ে প়ড়ায় ২০১৮-এর আইপিএল-এ মাঠের বাইরে থেকেছিলেন।
- ২০১৭ সালের আইপিএল-এ করেন ৬৪১ রান।
- ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের স্কোর ছিল ৮৪৮।
- ২০১৫ সালের আইপিএল-এ সংগ্রহ ৫৬২।
- ২০১৪ সালের আইপিএলে তার রান ছিল ৫২৮।
সব মিলিয়ে টানা ছয় বছরে একই টুর্নামেন্টে প্রতি মরশুমে ৫০০ রানের অধিক রান সংগ্রহ করেছেন একমাত্র এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। পুরো আইপিএল-এ মোট ১৪০টি ম্যাচ খেলেছেন তিনি। এই সব ম্যাচ মিলিয়ে চারটি শতরান সহ তাঁর সংগ্রহে রয়েছে ৫২৩৫ রান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊