‘এবার বাংলা পারলে সামলা’- বাংলায় যুদ্ধের দামামা দিলিপের
বিহার দখলের পর এবার বাংলা দখলের স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি। ২১-এ বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজ্যে বেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা। কয়েকদিন আগেই রাজ্যে এসেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপরেই রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে, উত্তরবঙ্গ সফরে বেড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ। জলপাইগুড়ি, কোচবিহারে সভা ও মহামিছিল করেন তিনি। 'এবার বাংলা পারলে সামলা' নতুন স্লোগান দিয়ে বাংলা দখলের যুদ্ধে নামল বিজেপি। বিহারে জয়ের পর উজ্জীবিত বঙ্গ বিজেপি। নতুন স্লোগানে দিলীপ ঘোষ বলেছেন, এবার বাংলা, পারলে সামলা।
এদিকে, বিহারে জয়ের পর দলীয় কর্মী সমর্থকদের বিজয়ীসভায় দিল্লির সদর দফতরে নাম না করে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা গণতান্ত্রিকভাবে আমাদের মোকাবিলা করতে পারছে না, তারা দেশের নানা প্রান্তে আমাদের কর্মী-সমর্থকদের মারছে। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি না, জনতা তাদের শিক্ষা দেবে। ভোট আসবে যাবে কিন্তু মৃত্যুর এই খেলা চলতে পারে না। এভাবে কেউ জিততে পারে না। এটাই দেওয়াল লিখন।
দিলীপ বলেছেন, পশ্চিম ভারত থেকে জয়যাত্রা শুরু হয়েছে। এবার পূর্ব। উত্তর-পূর্বে আগেই জয় এসেছে, এবার আমাদের লক্ষ্য বাংলা। আমি শুধু একটা কথাই বলব এবার বাংলা, পারলে সামলা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊