১৮৯ জন WBCS অফিসারের রদবদল করল নবান্ন
গত ২ নভেম্বর রাজ্যের ৭ জেলার জেলাশাসককে বদলি করেছে রাজ্য সরকার। একুশের বিধানসভা নির্বাচনের আগে ১৮৯ জন WBCS অফিসারকে বদলির নির্দেশ দিল নবান্ন। আগে আরও ১৯২ জন WBCS অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়।
এদিন নবান্নের তরফে ১৮৯ জন WBCS অফিসারের বদলির নির্দেশিকা জারি করা হয়। সব মিলে গত কয়েক দিনে মোট ৪০০ WBCS অফিসারকে বদলি করা হল।
নবান্ন সূত্রে খবর, এসব রুটিন বদলি। গত ৩ বছর ধরে একই পদে ছিলেন ওইসব অফিসাররা। নিয়ম অনুয়ায়ী তাদের বদলি হওয়ারই কথা ছিল। পাশপাশি, নির্বাচনের আগে এরকম বদলি রুটিন বিষয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊