সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে বিবাদ স্থানীয় ক্লাব ও শাষক দলের
সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর
সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে বিবাদ স্থানীয় ক্লাব ও শাষক দল তৃণমূলের মধ্যে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে।
মৈত্রী সংঘ ক্লাবের অভিযোগ, তাঁরা গত ৭৯ সাল থেকে ক্লাবের পেছনে পড়ে থাকা সরকারি পুকুর দখল করে লিজ দিচ্ছেন। কিন্তু, আজ হঠাৎ করে ঐ এলাকার তৃণমূলের প্রধান ঐ ক্লাবে শান্তিপুর এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে নোটিশ দেন।
নোটিশে বলা হয়েছে, যে ক্লাবের ঐ সরকারি পুকুর দখল করার দরুন শান্তিপুর এক নম্বর অঞ্চলকে বছরে ৩০ হাজার টাকা দিতে হবে যদি না দিতে পারে তাহলে তাদের ঐ সরকারি পুকুর দখল মুক্ত করে দিতে হবে বলেই অভিযোগ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊