রাজ্যের আনন্দ ধারা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছে। নদীয়া জেলার চাকদহ ও কৃষ্ণনগর এলাকায় গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। দৈনিক মজুরিতে চুক্তি ভিত্তিক ভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ২৬শে নভেম্বর ২০২০ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নদীয়া জেলা পরিষদ। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং নদীয়া জেলার চাকদহ ও কৃষ্ণনগর এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
পদের নাম- বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার্স
শূন্যপদ- ২২
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক। কম্পিউটার ও স্মার্ট ফোনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাণিজ্য শাখায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- ১লা জানুয়ারি ২০২০ অনুসারে ২৫ থেকে ৪৫ বছর।
বেতন- মাসে ১৫ দিন কাজ। প্রতিদিন ৩০০ টাকা। যাতায়তের ক্ষেত্রে আলাদা চার্জ দেওয়া হবে।
আবেদন ফি- ০০/-
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊