তৃণমূলে যোগ দিলেন সৈয়দ আসাউদ্দিন ওয়েইসির দল মিমের রাজ্যের ‘প্রধানমুখ’



তৃণমূলে যোগ দিলেন সৈয়দ আসাউদ্দিন ওয়েইসির দল মিমের রাজ্যের ‘প্রধানমুখ’ আনোয়ার পাশা। ‘বিভিন্ন জেলা থেকে মিমের সদস্যরা তৃণমূলে যোগ দিচ্ছেন'- এমনটাই জানালেন তৃণমূল নেতা ব্রাত্য বসু।


তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে আনোয়ার পাশা বলেছেন, ‘ সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি । বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।’



বিহারের সদ্য বিধানসভার নির্বাচনে পাঁচটি আসনে জয় লাভ করে ওয়েইসির এআইএমআইএম (মিম) তবে শুধু জয়ই নয় অনেক আসনেই সংখ্যালঘু ভোট কেটে বিরোধী মহাজোটের জয়ের পথে কাঁটা হয়েছে মিম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


ধীরে ধীরে বাংলায় শক্তি বাড়ছে মিমের, এমনটাই জানিয়েছিলেন ওয়েইসি ফলে রাজ্যের আসন্ন নির্বাচনে শাসক দলকে সমস্যার মুখে পড়তে হতে পারে। এই পরিস্থিতিতে এ রাজ্যে মিমের অন্যতম শীর্ষ নেতার তৃণমূলে যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।