জোট বেধেছি বাংলাকে নতুন পথ দেখাতে: বনধ সমর্থনের সভায় ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ-সভাপতি আমিনাল হক 

নিজস্ব সংবাদদাতা: 

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ কোচবিহার উত্তর বিধানসভার কালজানি বাজারে ওয়েলফেয়ার পার্টি,বাম-কংগ্রেসের যৌথ পথসভা। এদিনের সভায় ভির ছিল চোখে পরার মতো।



এদিনের এই সভায় উপস্থিত আছেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার জেলা সভাপতি আমিনাল হক,কোচবিহার ২ নং ব্লক সভাপতি আব্দুর রহমান, সি.পি.আই. এম. প্রাক্তন সাংসদ তারিনি রায় সহ বাম-কংগ্রেস নেতৃত্ব।



তারিনি বাবু জানান, আগামি ২৬ তারিখ সারা দেশে বন্ধের ডাক দেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষ যেন তাদের পাশে থাকে। সেই সাথে আগামি ২৪ শে নভেম্বর কোচবিহারের মহামিছিলে সবাইকে সামিল হবার আবেদন করেন।


বক্তব্য রাখার সময় আমিনাল হক জানান আমরা রাজ্যে জোট বেধেছি যা আগামি দিনে বাংলাকে নতুন পথ দেখাবে। সেই সাথে তিনি কেন্দ্র সরকারের নীতির বিরোধিতা করেন এবং রাজ্য সরকারের আকন্ঠ দূর্নিতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। 


আজকের সভায় সাধারণ মানুষের উপস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন সমিকরন তৈরী করবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।