Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজয়া সম্মলনী কে সামনে রেখে গোপীবল্লভপুর ২ নং ব্লকে তৃণমূলের মিছিল

বিজয়া সম্মলনী কে সামনে রেখে গোপীবল্লভপুর ২ নং ব্লকে তৃণমূলের মিছিল


শচীন পাল, ঝাড়গ্রাম: আগামী ২২ তারিখ রবিবার সকাল ১০ টার সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লকের নোটা ২ নং অঞ্চলের নোটাতে "বিজয়া সম্মলনী"কে সফল করার উদ্দেশ্যে বেলিয়াবেড়া ৫ নং অঞ্চলের সভাপতি বাণেশ্বর মণ্ডলের নেতৃত্বে অঞ্চলের কুশমাড়, হরকী, তেঁতুলিয়া, তেঘরী গ্রামে প্রচার মিছিল হলো। 

উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অনুপম মল্লিক, ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র সহ ব্লক নেতৃত্ব কৌশিক বের, বিপদ ভঞ্জন দে,কালি শঙ্কর মাইতি, তাপস দণ্ডপাট এবং অঞ্চল ও বুথ নেতৃত্ব সহ এতত এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code