হোয়াইট হাউসের দিকে পা বাড়াচ্ছেন বিডেন



সারা বিশ্বের নজর এখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে l এবার হোয়াইট হাউস কার দখলে আসতে চলেছে l জোড় টক্কর বর্তমান প্রেসিডেন্ট ড্রোনাল্ট ট্রাম্প ও জো বিডেনের l


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাজিক ফিগারের দিকে এগিয়ে যাচ্ছেন জো বিডেন l আর মাত্র কয়েক ঘন্টা হাড্ডাহাড্ডি লড়ায়ের ফলাফল আসতে l

ইতিমধ্যে জো বিডেন ২৬৪ টি ইলেক্ট্রোরাল কলেজ ভোট পেয়ে গেছেন অন্যদিকে ট্রাম্প ২১৪টি l

আমেরিকার মোট ভোটের ৭, ৩৪, ৮৬, ৬৪৬ টি ভোট পেয়েছেন বিডেন, ট্রাম্প ৬, ৯৬, ২২, ১৮৫ টি ভোট পেয়ে পিছিয়ে আছেন l

মোট ভোটের ৫০. ৫% পেয়েছেন বিডেন ও ট্রাম্প এর দখলে ৪৭. ৯% সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত l

অরিজনিয়া, মিচিগান, উইসকনসিন ও নিউ হ্যাম্পশায়ার বিডেনের দখলে অন্যদিকে ফ্লোরিডা, লোয়া, ওহিও এবং টেক্সাস ট্রাম্পের দখলে l