খুলছে কলেজ- বিশ্ববিদ্যালয়, নির্দেশিকা জারি করল UGC 



করোনা সংক্রমণের জেরে জারি লক ডাউনের ফলে সারা দেশ জুড়ে বহুদিন যাবত বন্ধ স্কুল-কলেজ। এবার শুরু হচ্ছে খোলার প্রক্রিয়া। কলেজ- বিশ্ববিদ্যালয় গুলি খুলতে এবার নির্দেশিকা জারি করল ইউজিসি। ইউজিসি এর নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কনটেনমেন্ট জোনের বাইরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। ইউজিসি-র নির্দেশিকায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও শিক্ষামন্ত্রক। 


ইউজিসি-এর প্রস্তাবে বলা হয়েছে, ক্লাসের সময়ের বাড়িয়ে কম সংখ্যক পড়ুয়া নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সপ্তাহে ৬ দিন ক্লাস করা হোক। পড়ানোর সময় বাড়ানোর কথাও বলছে ইউজিসি। 



পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে, কেন্দ্র বা রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকা নিরাপদ বলে ঘোষণা করলে তবেই ক্যাম্পাসে জীবাণুনাশক, পড়ুয়াদের স্বাস্থ্য, আক্রান্তকে চিহ্নিতকরণ, স্ক্রিনিং ইত্যাদি ব্যবস্থা নিয়ে খোলা যেতে পারে প্রতিষ্ঠান। 


এমনকি স্বাস্থ্যবিধি মেনে হস্টেল খোলার পক্ষেও সায় দিয়েছে ইউজিসি। কোভিড উপসর্গ থাকলে হস্টেলে থাকার অনুমতি মিলবে না। পাশাপাশি, অনলাইন ক্লাস করার পক্ষে জোর দিচ্ছে ইউজিসি।