রাস্তা কাটার প্রতিবাদে মিছিল করল ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন

সুজিত মণ্ডল, মেদিনীপুরঃ 


তমলুকের ১নং ওয়ার্ডে একটি রাস্তা কাটার প্রতিবাদে মিছিল করল ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। বিজেপির এই শ্রমিক সংগঠনটি তমলুকে কয়েকদিন আগে গড়ে উঠে। এই শ্রমিক সংগঠনের তমলুক জেলার সাধারণ সম্পাদক প্রদীপ ঝুলকির বাড়ির সামনে দিয়ে জনসাধারণের যাতায়াতের রাস্তা কেটে দেয় কয়েকজন দুষ্কৃতি।



তমলুক থানার FRI । থেকে জানা যায় প্রদীপ বাবু রাত এগারোটার সময় সাংগঠনিক কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এমন সময় কয়েকজন দুস্কৃতি প্রদীপ বাবুকে ঘিরে ধরে ঘুষি,কিল, লাথি মেরে পাশের ধান জমিতে ফেলে দেয় এবং তাকে মেরে ফেলার হুমকি দেখায়। প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে।


এই শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি অমিয় সরকার বলেন বিজেপির ঝান্ডা ধরলে পশ্চিম বঙ্গে কি যে ভয়াবহ পরিস্থিতি হয়, তা এই রাস্তা কাটা দেখে বোঝা যায়।