সুফল বাংলা স্টলে দেওয়া হচ্ছে আলু!


শচীন পাল: বর্তমান সময়ে বাজারে আলুর মূল্য আকাশ ছোঁয়া তাই সরকারের পক্ষ থেকে আলুর দাম নিয়ন্ত্রণ করতে প্রত্যেক ব্লকে সুফল বাংলা স্টলে সাধারণ মানুষকে আলু দেওয়া হচ্ছে ২৫ টাকা কেজি দরে। 

আজ সকাল থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া ৪ নং অঞ্চলের সুফাল বাংলা স্টলে সাধারণ মানুষের লম্বা লাইন দেখা গেল আলু নেওয়ার জন্য।