দিনহাটা ভিলেজ ২ এর প্রধান জয়ন্ত দাস এর স্মৃতির উদ্দেশ্যে শোকজ্ঞাপন-মোমবাতি মিছিল



সংবাদ একলব্য, আমবাড়ি:

দিনহাটা ১ নং ব্লক তৃণমূল যুব সভাপতি এবং  দিনহাটা ভিলেজ ২ এর প্রধান জয়ন্ত দাস এর স্মৃতির উদ্দেশ্যে শোকজ্ঞাপন-মোমবাতি মিছিল হয় আমবাড়ি একালায়।


উক্ত মিছিলে নেতৃত্ব দিনহাটার বিধায়ক উদয়ন গুহ মহাশয় এছাড়াও সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকবৃন্দ এবং সকল পঞ্চায়েত সদস্যবৃন্দ।