ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা-কে স্মরণ মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা, শচীন পাল:-
মেদিনীপুরে মারাদোনা স্মরণে এগিয়ে এলেন ফুটবল প্রেমীরা। বুধবার প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়াগো আর্মান্ডো মারাদোনা। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বে জুড়ে শোকে বিহ্বল তাঁরা অনুরাগীরা। মেদিনীপুর শহরও এর ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় অনুষ্ঠিত হলো মারাদোনা স্মরণ অনুষ্ঠান।
একঝাঁক ফুটবলপ্রেমীর উদ্যোগে মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান,মৌন মিছিল, মোমবাতি প্রজ্বলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হল।
উপস্থিত ছিলেন মেদিনীপুরের একসময়ের জনপ্রিয় প্রাক্তন ফুটবলার ও বিশিষ্ট কোচ তপন ভট্টাচার্য,মেদিনীপুরের স্বনামধন্য খেলোয়াড় প্রদীপ ঘোষ সহ একঝাঁক শিক্ষানবীশ ফুটবলার ক্রিকেটার সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শোকসভায় মারাদোনা কে কেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার বলা হয় তা সুন্দর ভাবে তুলে ধরেন মেদিনীপুরের দুই প্রাক্তন ফুটবলার তপন ভট্টাচার্য ও প্রদীপ ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুশান্ত ঘোষ, দেবব্রত পাত্র, বিশ্বজিৎ বোস,নন্দ দে, নিশীথ দাস, লাল্টু সাউ, অমরজিৎ সেনাপতি, মৃনাল কর্মকার, কানু মন্ডল, দীনবন্ধু ঘোষ, অনিমেষ বরম,সজল মুর্মু, সন্দীপ মুখার্জি, নাড়ু দা,সহ অন্যান্যরা। আয়োজক পক্ষে সুশান্ত ঘোষ জানান, মারাদোনাকে অন্তরের শ্রদ্ধা জানাতে তাঁদের এই আয়োজন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊