Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০ মিলিয়ান ফলোয়ারের উদ্দেশ্যে বেলুন উড়ালেন নোরা- সাথে ভিডিও বার্তা

২০ মিলিয়ান ফলোয়ারের উদ্দেশ্যে বেলুন উড়ালেন নোরা- সাথে ভিডিও বার্তা  




instagram এ ২০ মিলিয়ান ফলোয়ার। আর তাই আনন্দে আত্মহারা নোরা। আর এই আনন্দে শুভেচ্ছা জানিয়েছি তাঁর গুণমুগ্ধ ফ্যানদের। 



মরক্কোতে এই আনন্দে কেক কাটেন নোরা, সাথে ২০ মিলিয়ন লেখা বেলুন আকাশে উড়ান। 
২০ মিলিয়ান ফলোয়ারের উদ্দেশ্যে বেলুন উড়ান মরুভুমির আকাশে । 




জন্ম সূত্রে কানাডিয়ান হলেও হৃদয়ে ভারতীয় বলেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসে একাধারে নৃত্যশিল্পী-মডেল অপরদিকে অভিনেত্রী-গায়িকা বছর ২৮ এর এই হার্টথ্রব। 
নোরা ফাতেহির জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৯২, এক মরোক্কান-কানাডিয়ান পরিবারে। তার বেড়ে ওঠা কানাডায়। তবে রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ভারতীয় চলচ্চিত্রে যাত্রা শুরু । এরপর টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তার শীর্ষে পৌছায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code