কালীপুজো কোভিড নিয়ম মেনেই হবে, ডিসেম্বর পর্যন্ত বন্ধ স্কুল: মুখ‍্যমন্ত্রী 




হাইকোর্টের নির্দেশ মেনে দুর্গাপুজা খুব সুন্দরভাবে কোভিড বিধি মেনে হয়েছে বলে হাইকোর্ট রাজ‍্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে। পাশাপাশি, দুর্গাপুজোর মতো করোনা বিধি মেনে কালীপুজো করার কথা জানিয়েছে আদালত। এদিকে এদিন সাংবাদিক বৈঠক করে মুখ‍্যমন্ত্রীও একি কথা বললেন। 



এদিন মুখ‍্যমন্ত্রী বলেন, দুর্গাপুজোর মতোই কালীপুজো নিয়ম মেনে হবে। পাশাপাশি এদিন মুখ‍্যমন্ত্রীর সাধারণ মানুষ অতিমারী আইন মেনেছেন। তিনি বলেন, দু একটা রাজনৈতিক দল বিধি নিষেধ ভেঙেছেন। পাশাপাশি তিনি আরো জানান, দুর্গাপুজোর পরেও সংক্রমণ মাত্রা ছাড়ায়নি।




কোভিড বিধি মেনেই রেল চালানোর বিষয়ে পদক্ষেপ করছে রাজ্য। কোভিড বিধি মেনেই রেল চালানো হবে। মুখ‍্যমন্ত্রী বলেন, কেন্দ্র রাজ্যের নিয়মে বার বার বাধার সৃষ্টি করেছে।হুমকির রাজনীতি বরদাস্ত নয়। সরকারি এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, রাজ্যের পুলিস অফিসারদের ভয় দেখানো হচ্ছে। তিনি আরো মনে করিয়ে দেন সাংবিধানিক দায়বদ্ধতা কেন্দ্র-রাজ্য উভয়কেই মানতে হবে। বহিরাগতদের চোখরাঙানি বরদাস্ত করব না।



মাটি সৃষ্টি প্রকল্পে বহু মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে।এদিনের সাংবাদিক বৈঠক এ সড়ক নির্মান সড়ক নির্মাণেও বাংলা প্রথম। মুখ‍্যমন্ত্রী বলেন, ৯ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। গ্রামীণ রাস্তায় যেন ওভারলোডেড গাড়ি যেন না যায় পুলিশকে এটা নিশ্চিত করতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ বলেও জানিয়ে দেন মুখ‍্যমন্ত্রী।