অলিপিরদুয়ার ডিআরএম অফিসে অনুষ্ঠিত হল সপ্তাহব্যাপী ভিজিলেন্স আওয়ারেনেস উইক


নর্থান ফ্রন্টিয়ার রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশনের তরফে সোমবার অলিপিরদুয়ার ডিআরএম অফিসে অনুষ্ঠিত হল সপ্তাহব্যাপী ভিজিলেন্স আওয়ারেনেস উইক-এর শেষ দিনের অনুষ্ঠান।



প্রতিবছরই অনুষ্ঠিত হয় এই ভিজিলেন্স আওয়ারেনেস উইক।রাজধানী দিল্লির সেন্ট্রাল ভিজিলান্স কমিশনের অনুপ্রেরণায় সারা দেশ জুড়ে প্রতিটি কেন্দ্রীয় সরকারি অফিসেই অনুষ্ঠিত হয় এই ভিজিলান্স আওয়ারেনেস উইক।২৭সে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবছরের ভিজিলেন্স আওয়ারেনেস উইক।এদিন আলিপুরদুয়ার ডিভিশনের তরফে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একটি সচেতনতামূলক নাটকের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে জাগ্রত করা হয়।এদিনের এই অনুষ্ঠানে মানুষের সমাগম ছিল লক্ষ্যনীয়।



ভিজিলেন্স আওয়ারেনেস উইক-এর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কে এস জৈন,সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার সৈয়দ জাহাঙ্গীর সহ অন্যান্য বিশিষ্ট রেলওয়ে আধিকারিকেরা।