MPL স্পোর্টসকে টিম ইন্ডিয়ার অফিসিয়াল কিট স্পনসর করল বি সি সি আই
- তিন বছরের এই চুক্তি অনুযায়ী ভারতের পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলগুলো এম পি এল স্পোর্টসের
- ডিজাইন ও তৈরি করা জার্সি পরবে
ন্যাশনাল, ১৭ই নভেম্বর ২০২০: ভারতের সবচেয়ে বড় ইস্পোর্টস ও মোবাইল গেমিং প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের অ্যাথলিজার ওয়্যার এবং স্পোর্টস মার্চেন্ডাইজ ব্র্যান্ড এম পি এল স্পোর্টস আজ বি সি সি আই এর সাথে জুটি বাঁধার কথা ঘোষণা করল। এর ফলে এম পি এল স্পোর্টস ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর এবং অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার হল।
এই সদ্যস্বাক্ষরিত স্ট্র্যাটেজিক গাঁটছড়ার মাধ্যমে এম পি এল স্পোর্টস নভেম্বর ২০২০ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হল। এম পি এল স্পোর্টসের সাথে বি সি সি আই এর এই সম্পর্ক শুরু হচ্ছে আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নতুন জার্সিগুলো পরতে দেখা যাবে।
সিনিয়র পুরুষ ও মহিলাদের দল এবং অনূর্দ্ধ-১৯ দলগুলোও নতুন কিট নিয়ে এই চুক্তির অঙ্গ।
টিম ইন্ডিয়ার জার্সি ছাড়াও এম পি এল স্পোর্টস মাগ, কী চেন, সিপার এবং বিভিন্ন অ্যাক্সেসরির টিম ইন্ডিয়া মার্চেন্ডাইজ বিক্রি করবে। এম পি এল স্পোর্টস জার্সি এবং টিম ইন্ডিয়া মার্চেন্ডাইজের বিস্তৃত সম্ভার ন্যায্য দামে ভক্তদের কাছে পৌঁছে দেবে।
শ্রী জয় শাহ, অনারারি সেক্রেটারি, বি সি সি আই বলেন: “আমাদের এই জুটি টিম ইন্ডিয়া এবং স্পোর্টস মার্চেন্ডাইজিং-এর এক নতুন দিগন্ত খুলে দিল। আমরা এম পি এল স্পোর্টসের মত একটা নতুন ব্র্যান্ডের সাথে কাজ করতে উদগ্রীব, যাতে এই ক্ষেত্রটার বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো যায়। আমাদের জুটি বাঁধার উদ্দেশ্য ভারতীয় ক্রিকেটভক্তদের হাতে উচ্চমানের ক্রিকেট মার্চেন্ডাইজ তুলে দেওয়া। তার মধ্যে ভারতীয় দলের জার্সিটাও থাকবে। শুধু এই দেশে নয়, সারা পৃথিবীতেই ঐ জিনিসটার দারুণ চাহিদা।”
শ্রী সৌরভ গাঙ্গুলি, প্রেসিডেন্ট, বি সি সি আই বলেন: “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ২০২৩ পর্যন্ত এম পি এল স্পোর্টসকে ভারতীয় পুরুষ ও মহিলাদের জাতীয় ক্রিকেট দলের কিট স্পনসর নিযুক্ত করার মাধ্যমে এক নতুন যুগের সূচনা হল। আমরা উদগ্রীব সেই দিনটা দেখার জন্য, যেদিন এম পি এল স্পোর্টস টিম কিটের ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করবে এবং বি সি সি আই এর লাইসেন্স প্রাপ্ত অফিসিয়াল মার্চেন্ডাইজ কয়েক কোটি ক্রিকেটভক্তের নাগালের মধ্যে নিয়ে আসবে।”
এই জুটি সম্বন্ধে শ্রী অভিষেক মাধবন, এস ভি পি, গ্রোথ অ্যান্ড মার্কেটিং, এম পি এল অ্যান্ড এম পি এল স্পোর্টস, বলেন: “ভারত এমন একটা বাজার যেখানে কয়েক কোটি ক্রিকেটভক্ত আছে। আমরা ভারতের অব্যবহৃত মার্চেন্ডাইজ বাজারের মধ্যে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি বি সি সি আই এর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে সবরকম টিম ইন্ডিয়া মার্চেন্ডাইজ জনতার কাছে পৌঁছে দিতে পারব। অফলাইন এবং অনলাইন --- দুরকমভাবেই এবং ন্যায্য দামে। ভারতের জাতীয় ক্রিকেট দলের সাথে যুক্ত হওয়া গর্বের বিষয়। আমরা চাই প্রত্যেক ভক্তই যেন সেটা অনুভব করেন আর জাতীয় দলের মার্চেন্ডাইজ বুক ফুলিয়ে ব্যবহার করার সুযোগ পান।”
এম পি এল স্পোর্টসের প্রোডাক্টের এক বিস্তৃত সম্ভার রয়েছে। এর মধ্যে স্পোর্টস অ্যান্ড অ্যাথলিজারওয়্যার থেকে আরম্ভ করে ক্রিকেট খেলার সরঞ্জাম ছাড়াও মাস্ক, রিস্ট ব্যান্ড, জুতো এবং হেডগিয়ারের মত জিনিস --- সবই আছে। এই ব্র্যান্ড শিগগির শুধুমাত্র ইস্পোর্টসের জন্য তৈরি পোশাক এবং অ্যাক্সেসরিজ লঞ্চ করার পরিকল্পনা করেছে।
About Mobile Premier League (MPL)
Founded in 2018, MPL is India’s largest Esports and mobile gaming platform. It has grown to over 50 games and 6 crore users. MPL Sports, the athleisure, merchandise, and sporting equipment brand from MPL, offers top quality merchandise across categories, as well as professional-level sporting equipment.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊