শ্রী হীন মিরাক্কেল! শুরু হচ্ছে নতুন সিজন ভালো থাকার ভ্যাকসিন
‘ভালো থাকার ভ্যাকসিন’ নিয়ে আসছে ‘মীরাক্কেল’র নতুন সিজন। আবারও মীরের সঞ্চালনায় হাসির বিস্ফোরণ ঘটাবেন প্রতিযোগীরা। কিন্তু থাকছেন না শ্রীলেখা মিত্র।
এবার বিচারকের আসনে কারা থাকছেন, এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল জল্পনা। এর আগে ‘মীরাক্কেল’র বিচারক হিসেবে নজর কেড়েছেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীলেখা-রজতাভ-পরাণ ত্রয়ীকে দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছিলেন দর্শক।
কিন্তু অজ্ঞাত কারণে এবার শো থেকে বাদ পড়েছেন শ্রীলেখা। দুঃখপ্রকাশ করে শো থেকে বাদ পড়ার কথা জানিয়েছিলেন তিনি নিজেই- "আমায় বাদ দিয়েই বাংলার সবচেয়ে জনপ্রিয় কমেডি শো আবার শুরু হচ্ছে। সত্যি কথা বলার জন্য এবং ব্র্যান্ডের প্রতি এত বছরের আনুগত্যের জন্য আমায় এই দামটি দিতে হল। সেই সঙ্গে অবশ্যই এই সিস্টেমের কোনও অংশে তেল না দেওয়ার জন্য। ধন্যবাদ এই জনপ্রিয় চ্যানেলটিকে। আপনিই সেই সঠিক মহিলা, আমি আমার খামতি গুলো স্বীকার করি। যাঁরা আমায় অপছন্দ করেন, ঘৃণা করেন তাঁরা এবার পার্টি করতে পারেন।"
এরপর সবার আগ্রহ ছিল, কে আসবেন শ্রীলেখার পরিবর্তে। ধারণা করা হচ্ছে, শ্রীলেখার বদলে ‘মীরাক্কেল-১০’র বিচারকের আসন গ্রহণ করবেন অভিনেত্রী পাওলি দাম।
কমেডি শো’টির জনপ্রিয় সঞ্চালক মীর একটি ইনস্টাগ্রাম পোস্টে বেশকিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, মীরের পাশে পাওলি দামসহ আরও আছেন টলিউডের আরেক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর মীরের পাশে দাঁড়িয়ে রয়েছেন কাঞ্চন মল্লিক ও বিশ্বনাথ বসু।
তাই আগামীকাল হয়তো পাওলি, কাঞ্চন, বিশ্বনাথ কেই দেখা যাবে বিচারকের আসনে। তবে শ্রী হীন মিরাক্কেল এবার কতটা দাগ ফেলে দর্শকের মনে এখন সেটাই দেখার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊