ফর্মে বিরাট কোহলি, রাজস্থানের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ব্যাঙ্গালোরের
SANGBAD EKALAVYA:
অঘটনের বছর ২০২০। শুরু থেকেই নানা অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী হয়ে আছে এই বছর। আইপিএলেও তার ব্যতিক্রম নয়। সৌজন্যে রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের অন্যতম হেভিওয়েট দল নিয়েও প্রতিটি মরশুমে ব্যর্থ হওয়ার অনন্য নজির বিরাট কোহলির দলের। কিন্তু অঘটনের বছর ২০২০ তে অঘটন ঘটিয়ে চলেছে তারাও। চারটি ম্যাচ খেলার পর তিনটিতে জয়ের সুবাদে তালিকার শীর্ষে কোহলির রয়্যালসরা।
আজ রাজস্থান রয়্যালস কে ৮ উইকেটের বিরাট ব্যবধানে হারিয়েছে ব্যাঙ্গালোর।
প্রথমে ব্যাট করে রাজস্থান ১৫৪-৬ এর স্কোর খাড়া করে। ওপেনার জো বাটলার (১২ বলে ২২), মহিপাল লোমরোর (৩৯ বলে ৪৭), রাহুল টেউটিয়া (১২ বলে ২৪) রা ভালো রান পেলেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ (৫) এবং সঞ্জু স্যামসন (৪)। ব্যাঙ্গালোরের সফল বোলার যজুবেন্দ্র চাহাল (৪-০-২৪-৩) এবং উদানা (৪-০-৪১-২)।
জবাবে ব্যাট করতে নেমে ফিঞ্চ (৮) ব্যর্থ হলেও অপর ওপেনার দেবদূত পারিক্কাল (৪৫ বলে ৬৩) এবং বিরাট কোহলির সুবাদে ২ উইকেটে সহজেই রাজস্থানের দেওয়া লক্ষ্যমাত্রা টপকে যায়। টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর আজ কোহলি ২টি ছয় এবং ৭টি চারের সাহায্যে ৫৩ বলে ৭২ রানে অপরাজিত থাকেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊