VI এর দুর্দান্ত প্রিপেইড প্ল্যান গুলি জেনে নিন এক নজরে
সম্প্রতি ভোডাফোন ও আইডিয়া যুক্ত হয়ে ভারতীয় বাজারে ভিআই নামে আত্ম প্রকাশ করে জিও- এর সাথে টক্কর দিচ্ছে। বেশ কিছু প্রিপেইড প্ল্যান গ্রাহকদের জন্য সস্থায় নিয়ে এসেছে ভিআই।
২৪৯ টাকার প্ল্যান
- আনলিমিটেড টকটাইম
- প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা
- প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
২৯৯ টাকার প্ল্যান
- আনলিমিটেড টকটাইম
- প্রতিদিন ২+২ জিবি ইন্টারনেট ডেটা
- প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
৩৯৯ টাকার প্ল্যানে
- আনলিমিটেড টকটাইম
- প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা
- প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।
৫৯৯ টাকার প্ল্যান
- আনলিমিটেড টকটাইম
- প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা
- প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।
১৪৯ টাকার প্ল্যান
- আনলিমিটেড টকটাইম
- মোট ২ জিবি ইন্টারনেট ডেটা + ৩০০টি SMS
- প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
৩৭৯ টাকার প্ল্যান
- আনলিমিটেড টকটাইম
- মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা + ১০০০টি SMS
- প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।
২,৩৯৯ টাকার বার্ষিক প্ল্যান
- আনলিমিটেড টকটাইম
- মোট প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা
- প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊