মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত সমস্যা ও পাস গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন বৈষম্য সহ একাধিক দাবি নিয়ে DI এর দ্বারস্থ BGTA



সম্প্রতি বিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে আপোষ বদলির সরলীকরণ করেছে রাজ্য। তবে তা চালু হলেও নানাবিধ সমস্যা দাড়াচ্ছে বলেই অভিযোগ। ওয়েবসাইটে নর্মাল সেকশন থেকে নর্মাল সেকশন ও এইচএস থেকে এইচএস সেকশন দেখানো হলেও নর্মাল সেকশনের কোনও অস্তিত্ব নেই। ইত্যাদি একাধিক সমস্যা দেখে দিয়েছে। সেই সমস্যা গুলির দূরীকরণে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন জেলা পরিদর্শকের দ্বারস্থ হয়েছে। এদিন জলপাইগুড়ি জেলা পরিদর্শকের নিকট একাধিক দাবি নিয়ে ডেপুটেশন প্রধান করে বিজিটিএ। এদিনের এই ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন BGTA এর জলপাইগুড়ি জেলা সভাপতি শ্রী মোস্তাক উদ্দিন, জেলা সম্পাদক শ্রী ধীমান রায়, Treasurer পাপাই সরকার ও সদস্যরা.

দাবি গুলি হল- 

  • সব ধরনের পোর্টালে ২০১৬ সালের পূর্বে নিযুক্ত সমস্ত পাশ গ্র্যাজুয়েট ক্যাটেগরি শিক্ষক দের সেকেন্ডারি সেকশন দেখাতে হবে। 
  • ২০১৬ সালের পূর্বে নিযুক্ত এবং বিভিন্ন উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে কর্মরত সমস্ত পাস গ্র্যাজুয়েট ক্যাটেগরি শিক্ষকদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার এর সুযোগ দিতে হবে।  
  • নর্মাল সেকশন এ নিযুক্ত সকল শিক্ষকদের বিষয় এবং অবশ্যই ক্যাটেগরি অনুযায়ী মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ দিতে হবে।
  • কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে অবিলম্বে পাস গ্র্যাজুয়েট ক্যাটেগরি শিক্ষকদের TGT Scale প্রদান করতে হবে। 
  • পাস গ্র্যাজুয়েট ক্যাটেগরির বদলে ট্রেন্ড গ্র্যাজুয়েট ক্যাটেগরি নামকরণ করতে হবে।