বেসরকারি স্কুলের টিউশন ফি মামলায় গুরুত্বপূর্ণ রায় শোনালো সুপ্রিম কোর্ট



বেসরকারি স্কুলের টিউশন ফি নিয়ে চলতি মাসের ১৩ তারিখ ফি মকুবের নির্দেশ দেয় হাইকোর্ট। এ বছরের এপ্রিল থেকে স্কুল না খোলা পর্যন্ত সব বোর্ডের ১৪৫টি বেসরকারি স্কুল ন্যূনতম ২০ শতাংশ ফি মকুব করবে পাশাপাশি, বর্তমান অর্থবর্ষে কোনও ফি বৃদ্ধি করা যাবে না বলেই নির্দেশ দেয় আদালত। লাইব্রেরি, স্পোর্টস, ল্যাবেরোটরিক বন্ধ তাঁর ফি নেওয়া যাবে না। করোনা পরিস্থিতিতে স্কুলগুলিকে তাদের মুনাফা ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এমনকি কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মীর বেতন বৃদ্ধি করলেও শিক্ষার্থীদের থেকে তা নেওয়া যায় না বলেই জানায় আদালত। 




ফি মকুব সংক্রান্ত হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় কয়েকটি বেসরকারি স্কুল। এদিন সেই মামলায় হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়ে কিছুটা স্বস্তি পেলো অভিভাবক - অভিভাবিকারা।