করোনা সংক্রমণ রুখতে আরও এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার



রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থ সচিব মনোজ পন্থ, ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে, সব জেলাশাসক এবং সংশ্লিষ্ট অফিসারদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি জেলা ধরে ধরে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এদিনের এই বৈঠকে। 


এদিনের এই বৈঠকে কয়েকজন জেলা শাসক জানান অনেকেই মাস্ক পড়ছে না। ফলে এবার রাজ্যের কোনও মানুষ যাতে মাস্কহীন না থাকে তার ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন। সেলফ হেলপ গ্রুপ এর মাধ্যমে মাস্ক তৈরি করতে ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মাস্ক রাজ্যবাসীর মধ্যে বিলি করবে প্রশাসন।



এদিকে, পুজোর মাঝেও করোনা পরিস্থিতি নিয়ে নজর রেখেছে নবান্ন। দিনের পর দিন বেড়েই চলছে করোনা। বাড়ছে তো বাড়ছেই কিন্তু কমছে না। ফলে বেশ চিন্তিত নবান্ন। আরো যাতে না বাড়ে তার জন্য সতর্ক নবান্ন। ষষ্ঠী এবং সপ্তমীতে স্বাস্থ্য ভবন এবং এসএসকেএম হাসপাতালে গিয়ে করোনা নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রীও।