টিকটক ফিরল পাকিস্তানে!
১০ দিন আগেই টিকটিক নিষিদ্ধ করেছিল পাকিস্তান। নিষিদ্ধ করার ১০ দিন পরেই ফের ফিরল জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক। সূত্রের খবর চিনের তরফ থেকে চাপ দেওয়ার ফলেই বাধ্য হয়ে পাকিস্তান সরকার টিকটক ফিরিয়েছে। এক কথায় চিন-পাকিস্তানের সখ্যতার জেরেই ফের টিকটক ফিরল পাকিস্তানে।
ভারত ও আমেরিকার পর পাকিস্তানের রক্ষণশীল গোষ্ঠীর চাপে চাইনিজ অ্যাপ টিকটককে ব্লক করে দেয় পাকিস্তান। অনৈতিক ও অশ্লীল বিষয়বস্তু প্রচার করার অভিযোগে পাকিস্তান থেকে টিকটককে নিষিদ্ধ করা হয়। পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)র কাছে এই অভিযোগ আসে বলেই খবর। প্রথমে সতর্ক করা হলেও সতর্ক হয়নি টিকটক তাই পরে নিষিদ্ধ করার পথেই হাটে পাকিস্তান।
রিপোর্ট বলছে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং অ্যাপসকে অশ্লীলতা মুক্ত করতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ পাঁচটি ডেটিং অ্যাপ নিষিদ্ধ করে।
তবে, এবার বন্ধুত্বের খাতিরে পাকিস্তান চাইনিজ অ্যাপ টিকটককে ফের ফিরিয়ে আনল। পাকিস্তান টিকটক ব্যান করার পর থেকেই ইসলামাবাদকে চাপ দিতে শুরু করে চিন। তারপরেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊