কোভিড পজিটিভ ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস
এবার করোনা আক্রান্ত ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। দিনের পর দিন সংক্রমণ চলছেই। অভিনেতা-অভিনেত্রী থেকে নেতা- নেত্রী, জন সাধারন কাউকেই ছাড়ছে না করোনা। এবার করোনা সংক্রমণের কবলে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। করোনা আক্রান্তের কথা নিজেই জানিয়েছেন তাঁর টুইটার হ্যান্ডেলে।
এদিন, তিনি টুইটারে লেখেন, আমি করোনা পজিটিভ। কোনও উপসর্গ নেই, আপাতত ভালো আছি। গত কয়েকদিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা অনুগ্রহ করে আইসোলেশনে থাকুন এবং কোভিড টেস্ট করিয়ে নিন।
পাশাপাশি, তাঁর আশ্বাস যে কদিন তিনি আইসলেশনে থাকছেন ততদিন ভিডিও কনফারেন্স ও টেলিফোনে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে কাজ চালিয়ে যাবেন
I have tested COVID-19 positive. Asymptomatic.Feeling very much alright.Have alerted those who came in contact in recent days.Will continue to work from isolation. Work in RBI will go on normally. I am in touch with all Dy. Govs and other officers through VC and telephone.
— Shaktikanta Das (@DasShaktikanta) October 25, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊