Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেনজির! করোনা যোদ্ধাদের অভিনব ভাবে কুর্ণিশ জানাল রাজ্যের মুখ্যমন্ত্রী

 


বেনজির! করোনা যোদ্ধাদের অভিনব ভাবে কুর্ণিশ জানাল রাজ্যের মুখ্যমন্ত্রী 


করোনা যোদ্ধাদের অভিনব ভাবে কুর্ণিশ জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা কালে প্রথম সারিতে থেকে যুদ্ধ করে চলা পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। আর সেই মতোই রাজ্যের সব থানার আইসি- দের বিজয়ার শুভেচ্ছা পত্র পাঠান মুখ্যমন্ত্রী। যা বেনজির। 


প্রতি বছর বিজয়ায় বিশিষ্টজনেদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবছর করোনার জেরে তা একদমই সম্ভব নয় তাই পুলিশ কর্মীদের পাশাপাশি রাজ্যের বিশিষ্টজনেদের শুভেচ্ছা পত্র পাঠানোর পাশাপাশি বিজয়ার মিষ্টিও পাঠান তিনি। শুধু মুখ্যমন্ত্রী হিসেবেই নয়, তৃণমূল সুপ্রিমো হিসেবেও অনেককে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



পাশাপাশি, টুইট জনগণদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি টুইটে লেখেন, "বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code