কৃষি বিল নিয়ে কেন্দ্রের জবাব তলব শীর্ষ আদালতের 



গত মাসে সংসদে পাস হওয়া কৃষি বিলকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জবাব চেয়ে নোটিশ দিয়েছে। নতুন কৃষি বিল গুলি রাষ্ট্রপতির রাম নাথ কোবিন্দের সম্মতি পেয়েছে এবং আইন হয়ে গেছে। কিন্তু নতুন কৃষি আইনগুলি অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তিনটি পিটিশন জমা পড়েছে বলে খবর। ভারতের প্রধান বিচারপতি এস এ ববদে, এএস বোপান্না এবং ভি রামসুব্রাহ্মণ্যমিনের তিন বিচারকের বেঞ্চ নোটিশ জারি করে অ্যাটর্নি জেনারেল (এজি) কে কে ভেনুগোপালকে এই জবাব দায়ের করতে বলেছে।




গত মাসে সংসদে কৃষি বিল পাশ হওয়া নিয়ে তীব্র বিরোধিতার মাঝে পড়তে হয় কেন্দ্রকে। বিরোধীদের অভিযোগ, ভোটাভুটির রাস্তায় না গিয়ে সরকার গায়ের জোরে বিল পাশ করিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সই না করার আবেদন জানানো হয়। তাঁদের দাবি ছিল, ওই বিল পুনর্বিবেচনার জন্য ফের.সংসদে আনা হোক। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য পুরোপুরি উলটো। কেন্দ্রের দাবি, এই বিল কৃষকদের রোজগার দ্বিগুণ করবে। উত্‍পাদনেও ইতিবাচক বদল হবে বলে মত বিজেপির। অন্যদিকে বিরোধীদের দাবি, এই বিল কৃষকদের মারার জন্য। বিজেপির আসল লক্ষ্য, দেশের কৃষি ক্ষেত্রকে কর্পোরেট পুঁজির কাছে বেচে দেওয়া। 



নতুন কৃষি বিল নিয়ে বিরোধীরা আন্দোলনেও নেমেছে। এমনকি কয়েকটি রাজ্যের কৃষক সমাজও এই বিলের বিরোধিতা করেছে। 


The three laws passed by Parliament are: 
  • Farmers Produce Trade and Commerce (Agriculture and Promotion) Act, 2020, 
  • Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and 
  • Farm Services Act and the Essential Commodities (Amendment) Act 2020.