আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা
বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের শুরুতে সহজেই সেই দু’রান করে IPL-এর ইতিহাসে অনন্য রেকর্ড করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট-রায়নার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে সেই অনন্য রেকর্ড গড়লেন রোহিত। এদিন আইপিএলে ৫০০০ রান করার রেকর্ড গড়লেন তিনি।
রোহিতের আগে আইপিএলে ৫০০০ রান করার তালিকায় রয়েছেন দুই ভারতীয় খেলোয়াড়। একজন, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ও অপরজন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। তবে এবারের আইপিএল খেলছেন না সুরেশ রায়না। আইপিএলে ১৮০ টি ম্যাচ খেলে ৫৪৩০ রান করে তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট। অন্যদিকে ১৯৩ ম্যাচ খেলে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না ৫৩৬৮ রান সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন। যেহেতু, আইপিএলে খেলছেন না সুরেশ রায়না। তাই রোহিতের সামনে সুযোগও রয়েছে রায়নাকে টপকে যাওয়ার।
প্রসঙ্গত, গতকাল মুম্বাই বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে ৪৮ রানে জয়লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্স।
5000 runs in IPL for @ImRo45. Joins the likes of Suresh Raina and Virat Kohli.#Dream11IPL pic.twitter.com/EDA7u30pZb
— IndianPremierLeague (@IPL) October 1, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊