অন্যরকম গান্ধী জয়ন্তী পালন দুই স্বেচ্ছাসেবী সংস্থার 



আজ ২ রা অক্টোবর।রাষ্ট্রপিতা মোহন দাস করম চাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজির জন্মজয়ন্তী।করোনা আবহে সকল স্বাস্থ্য বিধি মেনে আলিপুরদুয়ার জুড়ে পালিত হচ্ছে তাঁর জন্মদিন।গান্ধী জয়েন্তী উপলক্ষ্যে একটু অন্যরকম ও অনুষ্ঠানের আয়োজন করল আলিপুরদুয়ারের দুটি স্বেচ্ছাসেবী সংস্থা।সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে 'সোনাপুর জনসেবায় আমরা', 'আলিপুরদুয়ার আলোর দিশা স্বেচ্ছাসেবী সংস্থা' এবং প্যাডম্যান রাজা দত্ত'র তরফে সোনাপুর এলাকার কিশোরী ও যুবতীদের মধ্যে সেনেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।এছাড়াও ওই এলাকার ১০০ জন কিশোর-কিশোরীদের মধ্যে মাস্ক, সেনিটাইজার এবং কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়ে হয় বলে জানা যায়।



ন্যাপকিনের ব্যাবহার,সমাজকে নেশা মুক্ত রাখার বার্তা দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।এদিন এই অনুষ্ঠানে প্যাডম্যান নামে খ্যাত রাজা দত্ত ছাড়াও সোনাপুর জনসেবায় আমরা' থেকে উপস্থিত ছিলেন রুপন দাস,মৃনাল রায়,সাধন ভগৎ ও 'আলিপুরদুয়ার আলোর দিশা স্বেচ্ছাসেবী সংস্থা'র তরফে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ রক্ষিত,লিজা দাস,স্নেহা দাস,মন্দিরা সরকার,সুনির্মল নিয়োগী সহ অন্যান্যরা।