ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল, ১০০তম ম্যাচ জয়ের সম্মুখে 




আর্জেন্তিনার দিয়েগো সোয়ার্তজম্যানের বিরুদ্ধে স্ট্রেট সেটে জিতেই ১৩ বারের জন্য ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন টুর্নামেন্টে ১২ বারের বিজয়ী। রবিবারের ফাইনালে নোভাক জকোভিচ এবং স্টেফানোস সিৎসিপাসের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন তিনি।



নাদালের পক্ষে প্রথম সেমিফাইনালের ফল ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-০)। প্রথম সেটে ৬৪ মিনিটের ম্যারাথন লড়াইয়ের পর নাদালের কাছে নতিস্বীকার করেন সোয়ার্তজম্যান। প্রথম সেটের পর দ্বিতীয় সেটেও ৬-৩ ব্যবধানে জয় তুলে নেন নাদাল। তৃতীয় সেটে জোড়া ব্রেক পয়েন্ট তুলে নিয়ে নাদালকে কড়া টক্কর ছুঁড়ে দেন সোয়ার্তজম্যান। ৫-৫ থেকে ব্রেক পয়েন্ট ছিনিয়ে নেওয়ার উপক্রম করেছিলেন আর্জেন্তাইন।কিন্তু জোড়া ফোরহ্যান্ড উইনার এবং একটি ভলি উইনারে ৬-৫ এগিয়ে যান নাদাল। টাইব্রেকারে তৃতীয় সেট নিয়ে যান আর্জেন্তাইন। প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড় করিয়ে ৭-০ ব্যবধানে টাইব্রেকার জিতে নেন রাফা। সেইসঙ্গে ১৩ বারের জন্য রোলা গ্যারোঁর প্রিয় ক্লে-কোর্টে ফাইনাল খেলা নিশ্চিত করেন স্প্যানিশ মায়েস্ত্রো।



এবার, স্প্যানিশ কিংবদন্তির কাছে সুযোগ থাকছে কেরিয়ারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডেরারকে স্পর্শ করার। পাশাপাশি, ফাইনাল জিতে খেতাব ঘরে তুলতে পারলে সেটা হবে ফরাসি ওপেনে নাদালের ১০০তম ম্যাচ জয়।