মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪৭টি স্পেশাল বাস নামাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আগামী সোমবার, ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই গত ২৯শে জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা। এই দুই বড় পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। নিগমের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মোট ৪৭টি ‘পরীক্ষা স্পেশাল’ বাস চালানো হবে।
নিগমের তরফে এক ভিডিও বার্তায় জানানো হয়, পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টি মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়, বিভিন্ন সেন্টারের ইন-চার্জ এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে রুটগুলি নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন এই বাসগুলি নির্দিষ্ট সময়ে চলাচল করবে এবং পরীক্ষার্থীরা এতে ভাড়ার ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় (Student Concession) পাবে।
কোথায় কতগুলি বাস?
নিগমের প্রকাশিত তালিকা অনুযায়ী, উত্তরবঙ্গের ৫টি জেলা এবং বীরভূমে এই পরিষেবা মিলবে। সবথেকে বেশি বাস নামানো হচ্ছে দার্জিলিং জেলায় (শিলিগুড়ি ডিপো)। এক নজরে বাস পরিষেবার তালিকা:
দার্জিলিং (শিলিগুড়ি): ১৮টি বাস
কোচবিহার: ১১টি বাস
জলপাইগুড়ি: ৯টি বাস
আলিপুরদুয়ার: ৫টি বাস
উত্তর দিনাজপুর (রায়গঞ্জ): ৩টি বাস
বীরভূম (সিউড়ি): ১টি বাস
এই বিষয়ে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নিগমের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্ষদ সভাপতি ও প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ৪৭টি বাসের রুট ঠিক করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, পরীক্ষার্থীরা যাতে সহজে ও কম ভাড়ায় (কনসেশন) পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সেদিকে নিগম কড়া নজর রাখবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊