আইপিএলে হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার



আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ধারাবাহিক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আরব আমিরশাহীর মাটিতে চলা আইপিএল ২০২০-এ এক অনন্য রেকর্ড গড়লেন আইপিএলে তিনবারের কমলা টুপির মালিক। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫০টি অর্ধশতরান করলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।



বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলে আইপিএলে হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করলেন তিনি। এদিন আরও একটি দুর্দান্ত রেকর্ড গড়লেন তিনি। টানা নয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে অর্ধশতরান করলেন ওয়ার্নার। কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ৯টি ম্যাচে অর্ধশতরানের নজির আইপিএলে কোনও ক্রিকেটারের নেই।



আইপিএলে সর্বাধিক অর্ধশতরানের নিরিখে ওয়ার্নারের পরেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। ১৩২ ইনিংসে আইপিএলে হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি নজির গড়লেন ওয়ার্নার। ১৭৪ ইনিংসে খেলে কোহলি হাফসেঞ্চুরি করেছে ৪২টি। ১৮৯ ইনিংস খেলে তৃতীয় এবং চতুর্থস্থানে যথাক্রমে সুরেশ রায়না এবং রোহিত শর্মা। দুজনেই ৩৯টি করে অর্ধশতরান করেছেন। আপাতত পঞ্চমস্থানে এবি ডি’ভিলিয়ার্স। ১৪৭ ইনিংস খেলে ৩৮টি অর্ধশতরান করেছেন এবি ডি’ভিলিয়ার্স।