Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী পথসভা যুক্তিবাদী সমিতির

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী পথসভা যুক্তিবাদী সমিতির



'ইয়ে ক্যা জ্বল রহা হ্যায় ?' ভারতীয় গণতন্ত্রের মুখোশ খুলে দিয়েছে এই প্রশ্নটি। জ্বলছে এক দরিদ্র, দলিত, নারীর দেহ। 


ভারতীয় গণতন্ত্র রক্ষার্তে এবং নারী ধর্ষণের বিরুদ্ধে আজ পথে নামলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা। নবদ্বীপ শহরে বিকেল সারে পাঁচটায় যুক্তিবাদী সমিতির উদ্যোগে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে এবং রামরাজ্য তথা ভারতে প্রতিনিয়ত ঘটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা হয়।    সমিতির পক্ষ থেকে, ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি করা হয়।

উত্তর প্রদেশের হাথরসের নৃশংস ঘটনা হলো একটি রাষ্ট্রীয় অপরাধ। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন , " যে দেশে জামিনে মুক্ত ধর্ষকদের জন্য রাজনৈতিক নেতারা পথে বিজয় মিছিল করেন সেই দেশে আইন শৃঙ্খলা যে শেষ হয়ে গেছে তা একবাক্যে বলাই যায়। "

যুক্তিবাদী সমিতির পক্ষে তপন ভট্টাচার্য বলেন, " নারী নির্যাতন ভারতের একটা জাতীয় সমস্যা। বর্তমান সরকার মনুসংহিতা শাসন প্রতিষ্ঠা করে দেশের অসহায় দলিত নারীদের অসম্মান করতে চাইছে। জাতপাত-ধর্মের নোংরা রাজনীতি দিয়ে দেশের জনগনকে শোষণ করছে। সকলের ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারে বিরুদ্ধে তীব্র বিদ্রোহ গড়ে তুলতে হবে। "

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code