Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আবহেই শেষ ছবির শ্যুটিং, রেকর্ড গড়লেন অক্ষয় কুমারের 'বেল বটম'



করোনা আবহেই শেষ ছবির শ্যুটিং, রেকর্ড গড়লেন অক্ষয় কুমারের 'বেল বটম'




করোনা সংক্রমণের জেরে স্তব্ধ জনজীবন। করোনা আবহে নানা বিধ নিষেধাজ্ঞার পাশাপাশি নিষেধাজ্ঞা ছিল সিনে দুনিয়াতেও। অবশেষে দীর্ঘ সময় পরে প্রশাসনের তরফে বেশ কিছু শর্ত রেখে সিনেমা তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা মেনে দেওয়া হয় ছাড়পত্র। 



করোনা মহামারীর মধ্যেই শ্যুটিং শুরু হয় অক্ষয় কুমারের ছবি বেল বটমের। ছবির শ্যুটিংও প্রায় শেষের পথে। বিশ্বের মধ্যে বেল বটমই প্রথম সিনেমা, যা করোনাভাইরাস অতিমারীর মধ্যেই শ্যুটিং শুরু হয়। 


অগাস্টের প্রথম সপ্তাহে চাটার্ড বিমানে গ্লাসগো উড়ে যান ছবির কাস্ট এবং ক্রু সদস্যরা। বাজেটের কথা মাথায় রেখে অগস্ট থেকে ডবল শিফটে কাজ করেন অক্ষয়। এরপর মাত্র ২ মাসের মধ্যেই শেষ হল ছবির শ্যুটিং।


ছবির পরিচালক রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনা পুজা এন্টারটেইনমেন্ট অ্যান্ড ইমা এন্টারটেইনমেন্ট। আগামী বছরের ২ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে বানি কাপুর, লারা দত্ত এবং হুমা কুরেশিকেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code