বাঙালির দুর্গাপুজোয় ষষ্ঠীতে যোগ দেবেন নরেন্দ্র মোদি



২২ অক্টোবর ষষ্ঠীর বিকেলে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় যোগ দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় এ কথা জানিয়েছেন। তবে এই যোগদান হবে ভার্চুয়ালে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। মহাষষ্ঠীর দিন একটি মেগা ভার্চুয়াল সমাবেশে যোগ দেবেন তিনি।


রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় এদিন জানান, ২২ অক্টোবর ষষ্ঠীর বিকেলে প্রধানমন্ত্রী একটি ভার্চুয়াল সমাবেশের ডাক দিয়েছেন। করোনা সংক্রান্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে হবে এই সমাবেশ। পুজোর অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর সমাবেশ এক সঙ্গে চলবে।


জানা গেছে, রাজ্যের বিভিন্ন পুজো প্যান্ডেল চিহ্নিত করে সেখানে সেখানে দেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। প্রথমে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর যোগ দেবেন মোদী। ১ ঘণ্টারও বেশি সময় তিনি এই অনুষ্ঠানে থাকবেন বলে খবর।