নারীদের নিরাপত্তায় এবার পিঙ্ক পেট্রোল, Gulab Gang এর প্রভাব!
হাথরাসের ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়ে যোগী সরকার। শুধু হাথরাস নয় রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। আর তাই এবার গুলাব গ্যাং সিনেমার মতন পিঙ্ক পেট্রোল চালু করলো যোগী আদিত্যনাথ।
যোগীর রাজ্যে বিশেষ মহিলা পুলিশ বাহিনী এবার পথে নামতে চলেছে। এই বাহিনীর কাজই হবে রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা। বিশেষ মহিলা পুলিশ অফিসারদের ইউনিট ২৪ ঘণ্টা ধরেই সক্রিয় থাকবে বলে জানা গিয়েছে।
বিশেষ এই মহিলা পুলিশ বাহিনীর নাম করণ করা হয়েছে ‘পিঙ্ক পেট্রল’ (Pink Patrol)। নবরাত্রীর পূণ্য লগ্নে বিশেষ শক্তি ক্যাম্পেন শুরু হচ্ছে এই নতুন মহিলা পুলিশ বাহিনীর। সূত্রের খবর কঠোর প্রশিক্ষণের পর ২৫০ জন মহিলা পুলিশকর্তাকে এই ‘পিঙ্ক পেট্রলে’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাথমিক অবস্থায় কানপুর, আগ্রা, গোরক্ষপুর, বারাণসী, প্রয়াগরাজ, মেরঠ, নয়ডা, গাজিয়াবাদ ও মোরাদাবাদে এই ‘পিঙ্ক পেট্রল’ প্রকল্প চালু হতে চলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊