প্রকাশিত হল মেডিকেলে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট -এর ফল

 


প্রকাশিত হল মেডিকেলে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট -এর ফল


শুক্রবার প্রকাশিত হল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের ফল। করোনা আবহের মাঝেই গত ১৩ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে সম্পন্ন হয়েছে নিট পরীক্ষা। এবছর মোট ১৫.৯৭ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছে নিট-এ। করোনা মহামারীর ৮৫-৯০ শতাংশ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। 



কয়েকদিন আগেই ট্যুইট করে নিট পরীক্ষার রেজাল্ট প্রকাশ ১৬ অক্টোবর হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষা রমেশ পখরিওয়াল নিশাঙ্ক। সেই মতোই শুক্রবার প্রকাশিত হল ফল। সফল প্রার্থীদের অনলাইনে কাউন্সেলিং করে ভর্তির প্রক্রিয়া চালাবে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। এমবিবিএস বা বিডিএসে সুযোগ পেতে পরীক্ষার্থীদের নিটে অন্তত ৫০ শতাংশ পেতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির পরীক্ষার্থীদের পেতে হবে ৪০ শতাংশ। যাঁদের শারীরিক অসুবিধা রয়েছে তাঁদের পেতে হবে ৪৫ শতাংশ নম্বর। এই প্রথম সরকার এমবিবিএস, বিডিএসে ভর্তির ক্ষেত্রে জঙ্গি হামলার শিকার পরিবারগুলির সদস্যদেরও কোটার ব্যবস্থা করেছে। এইমস এমবিবিএম ও জেআইপিএমইআর এমবিবিএসের অ্যাডমিশনও হবে নিটের স্কোরের ভিত্তিতে। 


ফল জানতে ভিজিট করুন - 





Post a Comment

thanks