Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত বর্ষীয়াণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ Congress leader Ghulam Nabi Azad tests positive for Covid-19

 


করোনা আক্রান্ত বর্ষীয়াণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ 



এবার করোনা আক্রান্ত হলেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। ৭১ বছর বয়সী এই রাজনীতিক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানিয়েছেন। শুক্রবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে খবর। আপাতত সেলফ আইসোলেশনে রয়েছে তিনি। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আশা সকলকে সাবধানে থাকার বার্তাও দিয়েছেন তিনি। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য দলের ২০ তারকা প্রচারকদের মধ্যে রয়েছেন।



এদিন তিনি টুইট করে জানান, '‌আমার কোভিড–১৯ পজিটিভ। এখন সেলফ আইসোলেশনে আছি। এই কয়েক‌দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড প্রোটোকল মেনে চলুন।’‌



৭১ বছর বয়সী এই নেতা দলের চতুর্থ প্রবীন সাংসদ যিনি কোভিড মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে কংগ্রেসের প্রবীণ নেতা আহমদ প্যাটেল, মতিলাল ভোড়া এবং অভিষেক সিংভি কোভিড-১৯-আক্রান্ত হয়েছেন। সিংহভী - যে তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি সুস্থ হয়েছেন, অন্য নেতারা এখনও চিকিৎসাধীন রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code