নিট সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
করোনা আবহের মাঝেই গত ১৩ই সেপ্টেম্বর সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেও অনুষ্ঠিত হয় সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট। ১৫.৯৭ লক্ষ পরীক্ষার্থী এবছরের পরীক্ষায় আবেদন করেছে। ১৬ই অক্টোবর শুক্রবার প্রকাশিত হয় সেই পরীক্ষার ফল। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী টুইট করে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো পাশাপাশি অভিভাবক - অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকাদেরকেও পরিস্থিতি সহ্য করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি টুইট করে লেখেন, এই বছর সফল হওয়া 2020 NEET শিক্ষার্থীদের ব্যাচের জন্য অভিনন্দন। তোমাদের জীবনের সব সাফল্য কামনা করি। পরিস্থিতি সহ্য করার জন্য শিক্ষক এবং পিতামাতাদের ভালো করেছেন। শিক্ষার্থীরা ভালো কর। তোমার সকল স্বপ্ন সত্যি হোক।
Congratulations to the batch of 2020 NEET students who have been successful this year. Wish you all the success in your lives. Well done to the teachers and parents for bearing with the situation. Do well, students. May all your dreams come true
— Mamata Banerjee (@MamataOfficial) October 16, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊