ফের জয় নারীশক্তির, সাহিত্যে নোবেল পুরষ্কার পেলেন এক মহিলা কবি
বৃহস্পতিবার ঘোষিত হয় সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম। এবার, সাহিত্যে নোবেল পুরষ্কার পেলেন মার্কিন কবি লুইস গ্ল্যাক। সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় ভারতীয় সময় বিকেল পৌনে পাঁচটা নাগাদ চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ কমিটি।
যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরষ্কার স্থগিত হয়ে যায়। পরে দু'জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছিল গত বছর। ২০১৮ সালের নোবেল পুরস্কার পান পোল্যান্ডের ওলগা টোকারকজুক এবং ২০১৯ সালের নোবেল পুরস্কার পান অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে। ২০১৯ সালে পিটার হ্যান্ডকে নির্বাচিত করায় শুরু হয় বিতর্ক। তার বিরুদ্ধে সার্বিয়ার নেতা স্লোবোদান মিলোসেভিচের বলকান যুদ্ধকে সমর্থনের অভিযোগ রয়েছে।
কাব্যভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধের জন্য মার্কিন মহিলা কবি লুইস গ্লাক এই পুরষ্কারে সম্মানিত হলেন বলে জানা গেছে।
৯ অক্টোবর শান্তিতে এবং ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে।
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2020
The 2020 Nobel Prize in Literature is awarded to the American poet Louise Glück “for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal.”#NobelPrize pic.twitter.com/Wbgz5Gkv8C
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊